ঘুঘু পাখির বাচ্চাকে কি খাবার খেতে দিবেন



ইউটিউব এবং ফেসবুকের কল্যানে দিন দিন পাখি পালনকারির সংখ্যা ক্রমেই বাড়তেছে। ঘুঘু পাখি পালন ও কোন অংশে কম নয়। তবে বেশিরভাগ নতুন ঘুঘু পাখি পালন কারিদের কাছ থেকে বিভিন্ন গ্রুপে একটা কমন প্রশ্ন দেখা যায়। আমার পাখির বাচ্চা ফোটেছে এখন কি খাবার দেবো। তাই আপনি যদি নতুন ঘুঘু পাখি পালন কারি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে আলোচনা করবো সদ্য ফোটা ঘুঘু পাখির বাচ্চাকে কি কি খাবার খেতে দিবেন।



ঘুঘু ও কবুতর এরা সাধারনত সদ্য ফোটা বাচ্চা প্রথম কয়েক দিন কোন শক্ত খাবার খাওয়ায় না। এই সময় এদের মুখ খেকে এধরনের আঠালো লালা নিশ্রিত হয় যা তাদের বাচ্চাকে

খাওয়ায়। এই অাঠালো লালাকে পিজিয়ন মিল্ক বা ডাভ মিল্ক বলা হয়ে থাকে। তবে আপনি আরকটু নিশ্চিত হতে গুগলে সার্চ করে দেখতে পারেন। তাই সদ্য ফোটা বাচ্চার জন্য আপনাকে বাড়তি কোন খাবার দিতে হবে না। আপনি রেগুলার যে সিডমিক্স ও পানি খেতে দিতেন তাই দিবেন। তবে সিডমিক্সে ধান না রাখাই ভাল। তবে আপনার সীডমিক্স যাতে অবশ্য পরিস্কার পরিচন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সিডমিক্সে যদি বড় বড় খাবার দানা থাকে সেগুলো আলাদা করে রাখতে পারেন পরে খাওয়ানোর জন্য বা ভেংগে ছোট করে সিডমিক্সসে মিশিয়ে দিতে পারেন পাখির প্রতি বেশি ভাল বাসা থাকলে। সীডমিক্স হিসেবে অনেকে শুধু চিন,কাউন,গম,ভুট্টা দিয়ে থাকেন। আসলে আপনার পাখির জন্য এই খাবার গুলোর যথেষ্ঠ নয়। পাখির সঠিক গ্রোথ ও সুস্থ্য থাকার জন্য সধ ধরনের খাদ্য শক্তি শুধুমাত্র চিনা কাউন কখনোই পুরন করতে পারে না। তাই আপনার ঘুঘুর জন্য বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে একটা ভাল থাদ্য মান সমৃদ্ধ সিডমিক্স বানাতে হবে যাতে পাখির সঠিক গ্রোথ ঠিক থাকে। এই সময় পাখির ট্রে প্রতিদিন পরিস্কার করবেন, পিপড়া, তেলাপোকা, ইদুরের থেকে পাখিও পাখির বাচ্চাকে নিরাপদ রাখবেন। আশা করি এতে করে আপনার ঘুঘু পাখির বাচ্চা সুস্থ ও সবল ভাবে বেড়ে ওঠবে।
ঘুঘু পাখির বাচ্চাকে কি খাবার খেতে দিবেন ঘুঘু পাখির বাচ্চাকে কি খাবার খেতে দিবেন Reviewed by LABIBA on August 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.